জালালপুরে বইমেলার সমাপনী
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৬:১৪:৪১ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী ৭ম বইমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জালালপুর হাইস্কুল মাঠে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। ৭ম বইমেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন রোটারিয়ান নেছারুল হক চৌধুরী বুস্তান।
ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নবিন আহমদ লয়েছের সভাপতিত্বে অনুষ্ঠানে হুসাইন আহমদ কানন ও এম রেদ্বওয়ানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার সেলিম আউয়াল, অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিব, আখলাকুল আম্বিয়া বাতিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সাত্তার, আমেরিকা প্রবাসী বেলাল আহমেদ, কবি হেলাল নির্ঝর, কবি ইশরাক জাহান জেলি, কবি আলেয়া রহমান, কবি নাইমা আক্তার, কবি মোয়াজ আফসার, কবি মামুন সুলতান, অ্যাডভোকেট এম বি এ শিপন প্রমুখ।
এসময় সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন সোহান, সালমান রাব্বি মুন, আব্দুল লতিফ, ইউসুফ শাহরিয়ার, খালেদ আহমদ, এ. কে উমর আহমেদ, মুজাক্কির আহমেদ মুহিত, দিহান আহমেদ, ইকবাল হোসেন, আবু বক্কর, তোফায়েল আহমেদ, নাহিদ আহমেদ, তানভির আহমেদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহিম আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন এস এম ফাহিম। এবার ৭ম বইমেলায় ভোরের আলো স্মারকের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি