সাধারণ মানুষকে গ্রাম আদালতের সাথে সম্পৃক্ত করলে সুফল পাওয়া যাবে: জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩৬:৩৫ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে ব্যাপক প্রচার অত্যাবশ্যকীয়। সাধারণ মানুষকে বেশি করে গ্রাম আদালতের সাথে সম্পৃক্ত করতে পারলেই এর সুফল পাওয়া যাবে। তিনি রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের সেবা কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব ও হিসাব সহকারীদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে অবগত করতে হবে। যাতে করে তারা বিচার প্রার্থীদের সঠিক সেবা প্রদান করতে পারেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার উদ্দেশ্য বর্ণনা করেন। এছাড়া সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে নানা সুপারিশমালা তুলে ধরেন। একইসাথে গ্রাম আদালতের গতসভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন অংশীজনরা। সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থামূহের ভূমিকা বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার বিশে^শ^র সিংহ, উপ পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মো. আব্দুর রফিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শাহিনা আখতার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, কান্দিগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ, আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ডার মো. ফারুক হোসেইন, অধ্যাপক শাহেদ আহম, দেশটিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, আইডিয়ার পক্ষে পপি তালুকদার, জেলা পরিষদের এও আব্দুস সামাদ, শিপন আলী, যুব একাডেমীর কিশোর মিত্র, জাহাঙ্গীর খানসহ স্থানীয় পর্যায়ে আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি