মোগলাবাজারে ব্যারিস্টার সালামের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯:৫৮ অপরাহ্ন
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে গুম-খুন, সংঘাত-সহিংসতা ও মাফিয়াতান্ত্রিক রাজনীতির পতন হয়েছে। ফলে এখন একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের নতুন যাত্রা হয়েছে। এ যাত্রায় সবাইকে একযোগে কাজ করতে হবে।শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার মোগলাবাজারে তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ আহমদ আসবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, আসিক আহমদ, আব্দুল্লাহ আল মতি, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বেলাল, সাংগঠনিক সম্পাদক জানু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতা উল কবির মিফতা, জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক মকছুদুল করিম নুহেল, যুগ্ম সম্পাদক এনামুল কবির, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ লিলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমদ নামর, আনহার আহমদ মারনুছ, মিছবাহ উদ্দিন, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সেচ্ছাসেবকদল নেতা দিহান আহমদ হারুন, জাহাঙ্গীর আলম লকুছ, ছাত্রদল নেতা খান মোহাম্মদ সামী, বিএনপি নেতা খলকু মিয়া, বাবুল আহমদ, বাবুল মেম্বার ছালেখ মিয়া, জামাল আহমদ, লাল মিয়া, সুমিম আহমদ, লিমন আহমদ, এনাম খান, নজরুল ইসলাম, কামাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজন আহমদ ইপু প্রমুখ। বিজ্ঞপ্তি