গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সঙ্কটে ব্যাহত স্বাস্থ্য সেবা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৭:০০:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসকশূন্য হয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ আউটডোর সেবা দিচ্ছেন একজন উপসহকারী মেডিকেল অফিসার। সেবা বঞ্চিত হয়ে ফিরছেন আগত রোগীরা। সাড়ে ৩ লক্ষাধিক জনগোষ্ঠি অধ্যুষিত গোয়াইনঘাটের ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু সাইনবোড সর্বস্ব হয়ে পড়েছে। চিকিৎসক সঙ্কটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। বহির্বিভাগ, জরুরী বিভাগে সাকমো ও নার্সরাই দিচ্ছেন চিকিৎসা সেবা।
সরেজমিন গিয়ে দেখা যায়, আউটডোরে নেই কোন চিকিৎসক। মহিলা বহির্বিভাগে একজন সাকমো রোগী দেখছেন। পুরুষ শিশুসহ অন্যান্য বিভাগের রোগীরা সেবা না পেয়ে বাড়ি ফিরছেন। ৫০ শয্যার কমপ্লেক্সটিতে আধুনিক চিকিৎসার সুযোগ থাকলেও লোকবল সঙ্কট ও নানা অনিয়মে ব্যাহত হচ্ছে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা। বিগত স্বাস্থ্য প্রশাসক কিশোলয় সাহা স্বাস্থ্য সেবায় এক্সরে, ইসিজি, ল্যাবসেবা চালু করেছিলেন। যা লোকবল সঙ্কটে ব্যাহত হচ্ছে। নামে ৫০ শয্যার কমপ্লেক্স হলেও সেবা জুটছেনা উপজেলার জনসাধারণের। ফলে পার্শ্ববর্তী উপজেলা জৈন্তাপুরের ৩১ শয্যার কমপ্লেক্সে ও স্থানীয় ফার্মেসীর সেবা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভুক্তভোগীদের। এছাড়া ভর্তি রোগীদের সাধারণ ওষুধ পর্যন্ত দেয়া হয়না বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, কমপ্লেক্সে মাত্র দু’জন চিকিৎসক রয়েছেন, যার কারণে এমন হচ্ছে। চিকিৎসক পোস্টিং হলে ঠিক হয়ে যাবে।