বাম গণতান্ত্রিক জোটের সভা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫২:৫২ অপরাহ্ন
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার এক সভা শনিবার বিকাল সাড়ে পাঁচটায় জিন্দাবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খানম, বাসদ (মার্কসবাদী) নেতা অজিত রায়, পিনাক রঞ্জন দাস, বুশরা শাইল ও মিছবা খান প্রমূখ।