জামেয়া মোহাম্মদিয়ার মজলিশে শূরা সভা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫২:৫৭ অপরাহ্ন
সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়ার টিলারগাঁওয়ের ডলিয়াস্থ আবাসিক এলাকায় জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার মজলিশে শূরা সভা শুক্রবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মজলিশে শূরার সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি প্রফেসর ড. নুরুর রহমান, নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়, মফিজ আলী মাষ্টার, নিজামুদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল খালিক, মুতাহির আলী, সৈয়দ নুরুদ্দিন আহমদ, সালেহ আহমদ, হেলাল আহমদ, আল-আমীন, ওয়াব আলী, হুশিয়ার খান, মাওলানা ফয়জুল করিম মিনহাজ, মাওলানা নুরুল আমিন প্রমূখ।
সভায় আ ন ম ওহিদ কনা মিয়াকে সভাপতি ও মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হককে সেক্রেটারী নিযুক্ত করে আগামী ২ বছর মেয়াদী মজলিসে আমেলা (নির্বাহী কমিটি) ১১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়। আসন্ন ১৩ ফেব্রুয়ারী-২০২৫ ইং ৪র্থতম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি