জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫৩:০৫ অপরাহ্ন
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জাসাসের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং রায়হান এইচ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদী, জাবেদ কাদির কালাম আহমেদ, রাজন খান, এফ কে ফয়সল, অলক কর, দেলোয়ার হোসেন শিপলু, হাসনাত, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক হেলাল মিয়া, কানাইঘাট উপজেলা জাসাসের সদস্য সচিব কলিম উল্লাহ, সাজন আহমেদ এমদাদ ও সুদীপ্ত প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপিকা সামিয়া চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর রাসেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি