কোম্পানীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫৪:০৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে বৃহত্তর ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা সফর উদ্দিন আহমেদ চৌধুরী ফাউন্ডেশন ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টায় শুরু হয়ে নির্ধারিত ১ টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ১৫০ জন অংশগ্রহণ করে। ৫ম শ্রেণিতে ১০০ জন ও ৮ম শ্রেণিতে ছিলো ৫০ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম। হল সুপার ছিলেন ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলী উসমান। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঠান্ডা (স্যার), কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফরহাদ খন্দকার, পরিষদের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জামির হোসেন, সহ সভাপতি উমর আলী, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান, পরিষদের সহ সভাপতি তোফায়েল আহমেদ, সহ সভাপতি আনোয়ার হোসেন সেলিম, সহ সভাপতি সোহাগ রানা, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুক পাঠান, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহমুদ সুজন প্রমুখ।