জৈন্তায় ৪৮ বিজিবির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫৫:১৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আয়োজনে জৈন্তাপুরে স্থানীয় নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১ টায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে এই মতবিনিময় ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুখ হোসেন পিবিজিএম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন।
সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্ত সুরক্ষায় ও মানুষের জানমালের রক্ষায় জনসচেতনতামুলক বক্তব্য প্রদান ও দিকনির্দেশনা দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্তঘেঁষা এলাকা পরিহার করে চলতে জনসচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।
উপস্থিত অতিথিবৃন্দ শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে পূর্বের ন্যায় পাথর কোয়ারী খুলে দেয়ার বিষয়টি বিজিবির মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নেয়ার আহবান জানান।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ চৌধুরী, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, মুরব্বি আব্দুস সাত্তার, শ্রীপুর পাথর কোয়ারী সমিতির সভাপতি আব্দুল আহাদ, সোলেমান আহমদ কন্টু, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অলিউর রহমান সরকার, সুনীল দেবনাথ প্রমুখ।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন এর উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় বৃহত্তর ৪ নং বাংলা ও সীমান্তবর্তী এলাকা ও প্রান্তিক এলাকা থেকে আগত পুরুষ মহিলা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।