জামালগঞ্জে শায়েখ সিদ্দিক আহমদ এর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৮:০২:৫৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা শায়েখ সিদ্দিক আহমদ (মাহমুদপুরী) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. ইলাইহি রাজিউন)। গত রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বিকেল ৪:৩০ টায় লালবাজার সংলগ্ন পশ্চিমের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতী করেন তার সর্বকনিষ্ঠ পুত্র মাওলানা মোঃ সৈয়দ আহমদ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।