আইডিয়াল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৮:০৩:৩২ অপরাহ্ন
অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সিলেট আইডিয়াল মাদরাসা যুগোপযোগী মানুষ তৈরি করছে। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ ও যোগ্য নাগরিক তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুরআন হাদিসের জ্ঞানার্জনের পাশাপাশি আল্লামা ইকবালের চেতনাকে শিক্ষার্থীদের মনে ধারণ করতে হবে। আমাদের সন্তানদেরকে আগামীর নেতৃত্বে গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি রোববার সিলেট আইডিয়াল মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০২৫ সালের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর এ এইচ এম সোলাইমানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আহমাদ হোসাইনের পরিচালনায় মাদরাসার উপশহর ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট আফতাব চৌধুরী, মাদ্রাসার কার্যবাস্তবায়ন কমিটির আহবায়ক জুবায়ের রকিব চৌধুরী, মাদ্রাসার রেক্টর মোঃ জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রভাষক মোঃ ফারুক মিয়া, প্রভাষক মাওলানা আব্দুল খালিক, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আহমদ আল মাসুদ, মাওলানা বজলুর রহমান, মো আমিনুল বারী, মাওলানা আমির হোসাইন, সাইদুজ্জান কোরাইশী ও হোসাইন আহমদ আহসান প্রমুখ। বিজ্ঞপ্তি