সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৫:৪২:৪১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি।
শনিবার বিকালে দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজ হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সভাপতি শমসের আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সমাজসেবক ডাঃ হারুন অর রশীদ, বোগলা রুছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান, সমিতি’র উপদেষ্টা উকিল উদ্দিন আহমদ, সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মুধক, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা আজিজুর রহমান।
সমিতির সাধারণ সম্পাদক মো: ছায়াদ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আলী।