শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৫:৫০:২৪ অপরাহ্ন
সিলেট নগরীর শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচী সম্পন্ন হয়েছে। সমাপনী দিন শুক্রবার সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মকসুদুল আরেফীনের পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌস।
সংগঠনের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী শফিক উদ্দিন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাব্বীর আহমদ বাচ্চু, সাবেক সভাপতি মোঃ ফখর উদ্দিন, সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদির, সাবেক সভাপতি আবু হাসান, প্রতিষ্ঠাতা সদস্য জসিম উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল আলম, উত্তরণ ক্রীড়া চক্রের সভাপতি মাহবুবুর রহমান খালেদ, নবনির্বাচিত কার্যকরী কমিটির অফিস ও অর্থ সম্পাদক সাদমান হোসেন, সহ যুব ও ক্রীড়া সম্পাদক হাসিন মাসুদ, সহ মানব সম্পদ ও আইসিটি সম্পাদক আরাফাত মিহির।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অন্ষ্ঠুান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য আজমল হোসেন। সবশেষে সংগঠনের সাবেক সভাপতি ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাদিরের সৌজন্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি