শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা শাখার সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৬:৫৭:০০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ সম্পন্ন হয়েছে। রোববার সিলেট নগরীর গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি কফিল উদ্দিন আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, দক্ষিণ সুরমা থানা জামায়াতের সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদার, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মুহিদ।সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুর রহিম, মনসুর খান, এডভোকেট নাজমুল ইসলাম, সোহেল রানা, রফিকুল ইসলাম লিংকন, বিলাল মিয়া, জিয়াউর রহমান, সুমন আহমদ চৌধুরী, আলি হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইভান আহমদ, আব্দুস সোবহান, আমিনুল ইসলাম, জমির হোসেন, সিতাব আলি প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য কফিল উদ্দিন আলমগীরকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানার ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি