ফেঞ্চুগঞ্জে শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৮:০৫:০০ অপরাহ্ন
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেন, আমাদের দেশের শ্রমজীবী মানুষ জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের হাড়ভাঙা শ্রমের মাধ্যমেই আমাদের রেমিট্যান্স আসে। পরিবহন ও কলকারখানা চলে। মূলত, অর্থনীতির গুরুত্বপূর্ণ সেক্টরগুলোই তাদের হাতেই পরিচালিত হয়। কিন্তু তারা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দেশে ইসলামী শ্রমনীতি চালুর জন্য শ্রমিক সমাজকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার বিকাল ৩ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি কমিউনিটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মছরুর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আনসার আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ইমরান আহমদ চৌধুরী, শ্রমিক কল্যাণের জেলা সহসভাপতি আতিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন আহমদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, আব্দুল কাদির ফজল ও দেলোয়ার হোসাইন প্রমূখ।
নির্বাচন কমিশনার ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান মছরুর উদ্দিনকে সভাপতি এবং আনসার আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনা পেশ করে উপস্থিত ডেলিগেটদের কন্ঠ ভোটে কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি