দিরাইয়ে জলমহাল লুটপাটে ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৮:২২:০১ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের মাছ লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দিরাই উপজেলার বাদালিয়া, জেরাডোব ও কাঠাডোবা বদ্ধ নামক জলমহালটিতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভাটিধল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষে মৎস্যজীবি আব্দুল ওয়াহিদ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
লিখিত অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগে বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জলমহাল নিয়ে গ্রামের দুই পক্ষের বিরোধ রয়েছে।