ডা. নাঈমের জন্মদিনে এনজেএল টিম্পানোপ্লাস্টি ডে
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৮:৪২:২৩ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চলের চিকিৎসা সেবায় ডা: নূরুল হুদা নাঈম এক অনুকরণীয় ব্যক্তিত্ব। অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে তার বিশাল কর্মযজ্ঞ আমাদের আশাবাদী করে তোলে। তিনি বলেন, ডা: নূরুল হুদা নাঈম তার জন্মদিনকে উপলক্ষ করে যেসব ভালো কাজ করে যাচ্ছেন তা এককথায় অতুলনীয় ও প্রশংসাযোগ্য।
তিনি সোমবার বেলা ২টায় নগরীর মধুশহীদস্থ এজেএল ফাউন্ডেশনে ইএনটি চিকিৎসক, ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ইএনটির বিভাগীয় প্রধান ডা: নূরুল হুদা নাঈমের জন্মদিন উপলক্ষে ‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’ শ্লোগান নিয়ে এনজেএল টিম্পানোপ্লাস্টি ডে-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: ওমর রাশেদ মুনীর বলেন, জন্মদিনে কেবল আমরা উৎসব আনন্দ করে লাখ লাখ টাকার অপচয় করি, কিন্তু ডা: নাঈমের জন্মদিন পালন সম্পূর্ণ ব্যতিক্রম ও আলাদা।
এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও ‘এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রকল্পে’র সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মিয়া মোহাম্মদ আক্কাস, ডা: আমিনুল ইসলাম, এডভোকেট মঈন উদ্দিন মঞ্জু, এডভোকেট সিরাজুল ইসলাম, ডা: জহিরুল ইসলাম ও ডা: মঈনুল ইসলাম।
অনুষ্ঠান শেষে এনজেএল টিম্পানোপ্লাস্টি ডে উপলক্ষে ২১ জন রোগীর কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন ঘোষণা দেন ডা: নূরুল হুদা নাঈম। যা তার জন্মদিনে শুরু হয়ে শেষ না হওয়া পর্যন্ত চলবে।
উল্লেখ্য, জন্মদিনে এজেএল টিম্পানোপ্লাস্টি ডে উদযাপন ছাড়াও ডা: নূরুল হুদা নাঈম ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ফ্রি ইএনটি যেকোনো অপারেশন ১০টি করে থাকেন। এছাড়াও মাসের প্রতি সপ্তাহে ১ জন রোগীর ফ্রি অপারেশন ও ১ জন রোগীর সার্জন ছাড়া অপারেশনের সুযোগ বিদ্যমান রয়েছে। তার ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত প্রায় ৮ শতাধিক রোগীর ফ্রি অপারেশন করা হয়েছে। উল্লেখ্য যে, নবজাতক থেকে শুরু করে বয়স্কদেরও কানে শোনার পরীক্ষা এবং কানে শোনার যন্ত্র (হিয়ারিং এইড) স্বল্পমূল্যে এবং ক্ষেত্র বিশেষ বিনামূল্যে প্রদান করা হয় বলে তিনি জানান। বিজ্ঞপ্তি