জাকাতভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হলে দারিদ্র্য বিমোচন সম্ভব: সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জাকাতভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হলে দারিদ্র্য বিমোচন সম্ভব। কল্যাণ রাষ্ট্র না হওয়ায় সুবিধাবঞ্চিত মানুষদের বিত্তবানদের হাতের দিকে তাকিয়ে থাকতে হয়। সততা ও যোগ্যতার সমন্বয় ঘটিয়ে খোদাভীরু নেতৃত্ব গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামীতে জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
তিনি গত রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে গোটা দেশে প্রয়োজন সৎ নেতৃত্ব। কেবলমাত্র সৎ নেতৃত্ব দ্বারা পরিচালিত সরকারই দেশের মানুষের সকল চাহিদা পূরণে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, সততা ও যোগ্যতার সমন্বয় ঘটলেই দেশের মানুষের কাংঙ্খিত উন্নয়ন করা সম্ভব।গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ জামালের সভাপতিতে পৌর জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান ও সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক। বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানে ৪ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি