সিলেটে তারুণ্যের উৎসবের কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৬:১৪:০৭ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে রঙিন বেলুন উড়িয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় (র্যালি) সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর নেতৃত্বে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ প্রান্ত থেকে র্যালি বের হয়ে বন্দরবাজার পয়েন্ট হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলম, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল-জুনায়েদ ও মো. নুরের জামান চৌধুরী প্রমুখ।
জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে ৫১ দিনব্যাপী এ আয়োজনে থাকবে তারুণ্যের উৎসবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডীসহ দেশীয় সকল খেলাধূলা, প্লাস্টিকের ব্যবহার পরিহার, পরিবেশ উন্নয়ন ও চারাগাছ রোপণ, শব্দ দুষণ রোধ, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, জীব বৈচিত্র বিলুপ্তি রোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি। এছাড়াও চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ ও সংগীত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা এবং বই পড়া, চারু ও কারুশিল্প মেলা, নাটক, সেমিনার ইত্যাদি আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি