বড়লেখায় প্রধান শিক্ষককে অবসরজনিত সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৬:১৭:০১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল ইসলামের চাকুরি জীবনের শেষ কর্মদিবসে সোমবার দুপুরে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে তাকে অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন, সহকারি শিক্ষক জাকির হোসেন, জেসমিন আক্তার, অভিভাবক সদস্য কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, সুমন আহমদ ও নিজাম উদ্দিন প্রমুখ।