মহানগর শ্রমিক কল্যাণ কোতোয়ালী পশ্চিম থানার সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৬:১৮:৪০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্টদের পতনে প্রতিবেশী দেশ ভারতের কান্নার রোল পড়েছে। তারা গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের সকল ষড়যন্ত্রের ব্যাপারে দেশপ্রেমিক জনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন কোতোয়ালী পশ্চিম থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কোতোয়ালী থানা পশ্চিম সভাপতি গোলামুর রহমান গোলাবের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সহ সভাপতি মিয়া মোঃ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, কোতোয়ালি থানা পশ্চিমের উপদেষ্টা এডভোকেট সিরাজুল ইসলাম, ফেডারেশনের মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আহমদ হাওলাদার।
সম্মেলনে থানার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখা সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। কমিটিতে জাবেদুর রহমান জাবেদ সভাপতি, জিল্লুল হক সহ-সভাপতি, সৈয়দ আব্দুল হামিদ সাধারণ সম্পাদক, শামীম আহমদ সহ-সাধারণ সম্পাদক, জাবেদ আহমদ, আব্দুল হক, সৈয়দ আহমদ কোষাধ্যক্ষ, কামরুল হাসান সাংগঠনিক সম্পাদক, আহসান উদ্দীন সহ সাংগঠনিক সম্পাদক, আলী নেওয়াজ টিপু ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক, ফরিদ আহমদ আইন আদালত সম্পাদক, আব্দুল আউয়াল প্রচার সম্পাদক, সুলতান আহমদ দপ্তর সম্পাদক, ইকবাল আহমদ শিক্ষা বিষয়ক সম্পাদক, জয়নাল আবেদীন সহ শিক্ষা সম্পাদক, মেহায়মিন জিসান পাঠাগার সম্পাদক, শরিফ আহমদ প্রকাশনা সম্পাদক, মনেয়ার হেসেন কর্মসংস্থান সম্পাদক, নোহের আহমদ সাহায্য ও পুনর্বাসন সম্পাদক, শামীম আহমদ চিকিৎসা ও স্বাস্থ্য সম্পাদক, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ জিন্নাত আলী, নাজমুল হক, আসাদুজ্জামান, আকরাম আলী, তাহের আহমদ, বেলাল আহমেদ, টিপু আহমদ, আফজাল আহমদ, শাহীন হোসেন, আলতাফ হোসেন, বেলাল আহমদ, অভি আহমদ, এনাম আহমদ, এরশাদ উদ্দীন ও হিরণ আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি