জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের বার্ষিক পরীক্ষা শনিবার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৬:২৫:০১ অপরাহ্ন
জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা আগামী ৪ জানুয়ারী ২০২৫ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।
কায়দা, আমপারা, কুরআন শরীফ ১ম বর্ষ ও কুরআন শরীফ ২য় বর্ষ এই মোট ৪ বিভাগের পরীক্ষা ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কায়দা, আমপারা, কুরআন শরীফ এবং মক্তব কর্তৃক নির্ধারিত সিলেবাসের আলোকে প্রশ্নপত্রে মৌখিকভাবে পরীক্ষা গ্রহণ করা হবে।
বোর্ডের পরীক্ষায় অংশ নিতে মক্তব পরিচালকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ। বিস্তারিত জানতে ০১৭১৭-৯৩০৪৯৫, ০১৭৮৯-২২৫৪৪৬, ০১৭৩১-৬২১৩০৩ যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি