ভাদেশ্বরে কুশিয়ারার ভাঙ্গন পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৬:২৭:২৭ অপরাহ্ন
গোলাপগঞ্জের ভাদেশ্বরের ফতেহপুর মাঝপাড়া-পশ্চিম পাড়ার রাস্তাটি কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে রাস্তাটির অর্ধেক অংশ ভেঙ্গে নদীগর্ভে চলে গেছে। শুক্রবার সকালে এই রাস্তাটি পরিদর্শনে আসেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ইঞ্জিনিয়ার (অব.) আব্দুল মতিন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল আজিজ ও ইউপি সদস্য হেলাল উদ্দিন।
এসময় তারা রাস্তাটি রক্ষায় অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফতেহপুর মাঝপাড়া-পশ্চিমপাড়া রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে মীরগঞ্জ মাদ্রাসা, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, হাওরতলা মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করেন। এছাড়াও ইবনে সিনা হাসপাতাল, মীরগঞ্জ বাজারে লোকজন চলাচল করেন এই রাস্তা দিয়ে। এই রাস্তাটি যদি পুরোপুরি ভেঙ্গে নদীগর্ভে চলে যায় তাহলে এই অংশ দিয়ে বর্ষা মৌসুমে পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের আহবান জানান এলাকাবাসী।
এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন, মুরব্বি রফিক উদ্দিন, আব্দুর রহমান, লালা মিয়া, ব্যবসায়ী কামরান আহমদ, কবির আহমদ, জবান মিয়া, আব্দুল মজিদ আলম, সাজু মিয়া, কাপ্তান আহমদ, ছয়ফুল ইসলাম ও সেলিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি