শ্রীমঙ্গলে উত্তরণ’র পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৬:৫৯:০৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে উত্তরণ কর্তৃক স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুস্তক-পর্যালোচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কলেজ রোডস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রথমা প্রকাশিত ‘একাত্তরের চিঠি’ বইটি নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় সেরা পর্যালোচক হিসেবে তিন শিক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, অনার্স ১ম বর্ষের আনিশা চৌধুরী, দ্বাদশ শ্রেণির রহিমা বেগম এবং নবম শ্রেণির শিক্ষার্থী অদ্বিতীয়া পাল অর্পা।
প্রতিযোগিতা শেষে উত্তরন পাঠচক্র ও পাঠক সংঘ এবং উত্তরণ বিতর্ক ক্লাব এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গদ্যশিল্পী অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রফি আহমদ চৌধুরী ও সোনালি ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার এজিএম ও ব্যবস্থাপক মোজাম্মেল হক।