জৈন্তায় আব্দুল গণি হাফিজিয়া মাদরাসার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৭:১৩:০৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওর এলাকায় একটি মাদরাসা উদ্বোধন হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী শামীম আহমদ তালুকদারের অর্থায়নে এলাকাবাসির সহায়তায় গত ২৯ ডিসেম্বর আব্দুল গণি হাফিজিয়া মাদরাসা নামে এ দ্বীনি প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন হয়।
ঐদিন বেলা সাড়ে ১২ টায় ডিবির হাওর মসজিদ সংলগ্ন ভূমিতে এ মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হরিপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, লামনীগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, হেমু তেলেপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা কুতুব উদ্দিন, মাদরাসার প্রতিষ্টাতা ও ভূমিদাতা আব্দুল জলিল লেবু, ডিবির হাওর বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান এবং মাওলানা আব্দুল জলিল লামনীগ্রামী,স্থানীয় সমাজসেবী ফারুক উদ্দিন, আলাউদ্দিন ও কুটু মিয়া প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মসজিদের সম্মুখস্থ মাঠে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন আব্দুল গণি হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান। মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, লামনীগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, হেমু তেলেপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা কুতুব উদ্দিন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা শামীম আহমদের বড় ভাই আব্দুল জলিল লেবু, সাংবাদিক মো. ফয়ছল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি