জামালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৮:০১:৪৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জামালগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর’র এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজাদ আল মামুন, মোহাম্মদ আব্দুর রব ও আ: মালিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: রহিছ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ থানার এসআই মো: মাসুদ রানা, সমাজকর্মী মো: নুরুল হক, ব্রাক শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির, ছাত্র প্রতিনিধি আরিফ বাদশা ও মো: আবু সুফিয়ান প্রমুখ।