সুনামগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৮:০৮:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত সদর উপজেলার কুরবাননগর মাঠে চলে এ খেলা। ৩ দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল খেলায় উৎসবে মেতে উঠে হাজারও দর্শক।
কমিটির লোকজন জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ১৭৫ টি ঘোড়া খেলায় অংশ নেয় এবং ঘোড়ার সাথে রয়েছে একজন করে অশ্বারোহী। খেলায় পুরস্কার হিসেবে রয়েছে টিভি, খাশি, ছাতা ও কলস ইত্যাদি।খেলায় বিভিন্ন নামে ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়ার মালিকগণ। ঘোড়ার নামেও রয়েছে মহত্ত। বাদশা, হিরো আলম, জায়েদ খান, রকি মাস্তান, খান বাহাদুরসহ বিভিন্ন রকমের নাম রয়েছে ঘোড়ার।ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় আলমপুর গ্রামের সৌখিন যুবক ও মুরব্বীরা। এদিকে, এ প্রতিযোগিতাকে ঘিরে আলমপুর মাঠে বসেছে অসংখ্য দোকানপাট। শিশুদের রয়েছে খেলনার দোকান।