জালালপুরে ব্যারিস্টার সালামের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৮:০৯:৫৪ অপরাহ্ন
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিগত ১৬ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতন, হত্যা, গুম-খুনের শিকার হয়েছেন। বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবারের আকাশচুম্বি জনপ্রিয়তায় ক্ষুব্ধ ও প্রতিহিংসাপরায়ণ হয়ে এসব করেছে পতিত স্বৈরাচার ও পালিয়ে যাওয়া আওয়ামী প্রধান শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন সরকার। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রামের পর গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা।
মঙ্গলবার দুুপুরে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাইর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা মো. তফজ্জুল হোসেন, জেলা বিএনপি নেতা এম এ শহীদ পংকি, উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া বাতিন, মাহমদ আলী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইউনুস আলী, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক মকছুদুল করিম নুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমদ নামর, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনহার আহমদ মারনুছ, সাধারণ সম্পাদক পারভেছ আহমদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সৈয়দ বুরহান উদ্দিন মাহতাব, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান অপু, সদস্য স্বপন আহমদ কাওছার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এহসানুল হক সাফি, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাব্বান মিয়া, সাধারণ সম্পাদক আলী হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিজ্ঞপ্তি