সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৮:১০:৩৬ অপরাহ্ন
সিলেটের উন্নয়নমূলক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে আন্তর্জাতিক রুটে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ বিমানের বৈষম্যমূলক অযৌক্তিক ভাড়া আদায় ও অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ভাড়া ধার্য্য করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিমানের ভাড়া বৈষম্য দূরীকরণের জন্য দাবি জানানো হয়েছে। সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় এ দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কর্তৃক নগরীর সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট। সভায় সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী অ্যাডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক মেম্বার ইরশাদ আলী, সিনিয়র সদস্য কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, মাস্টার আব্দুল মালিক, সংগঠক আবর মিয়া পীর, এম এ রকিব, শওকত আলী, গীতিকার বাহাউদ্দিন বাহার, এম এ জলিল, রিয়াজ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট সাবের চৌধুরী, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি