সিলেটে ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৯:৩২:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জেলা পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে কর্মসূচী প্রত্যাহার করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।মঙ্গলবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।তিনি জানান, জেলা প্রশাসকের আশ^াসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আমাদের দাবী দাওয়া মানা না হলে ফের কর্মসূচী দেয়া হবে।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহতের জেরে একাধিক বাস ভাঙচুরের প্রতিবাদে কোন পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবারও এই সড়কে চলাচল করেনি।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিম বলেন- আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পুড়িয়ে দেয়া সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ছাত্র নিহত হওয়ার ঘটনায় কোন মামলা হবেনা অথবা আর কোন বাসে হামলার ঘটনা ঘটবেনা। বৈঠকে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, নিহত স্কুল ছাত্র আবিরের পরিবারের সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।