ভাদেশ্বরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৬:১৪:৫৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদেশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুরে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফিজ নজমুল ইসলাম।
১নং ওয়ার্ড জামায়াতের সহসভাপতি আব্দুর রশীদ কলা মিয়ার সভাপতিত্বে ও ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামাল, ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ দেলাওয়ার হোসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি লুৎফুর রহমান, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি মলু মিয়া, খালেদ আহমদ, তেরাব আলি মেম্বার, সাবেক মেম্বার মইনুদ্দিন আলী, ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন শুকুর, বায়তুল মাল সম্পাদক হাবিবুর আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, মশাইদ আলী, আব্দুল বাসিত, আবু সাঈদ, রুমেদ আহমদ, ইমন আহমেদ, মাহফুজ আহমদ, খোকন আহমদ, আলাউদ্দিন, কবির উদ্দিন, ছাত্রশিবির ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি এহসান আহমদ ও ১নং ওয়ার্ড শিবিরে সেক্রেটারি মোঃ হামিদুর রহমান প্রমুখ।