রাজনগরে শিউলি মেমোরিয়াল বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৬:২০:১১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের রাজাপুরে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী ও প্রবাসী সংবর্ধনা। রাজাপুর যুব উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মো. আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মো. কবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, কনর মিয়া ও সৌদি প্রবাসী সোনা মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক জামেয়া বেগম, জেবিন বেগম, ফাহমিদা বেগম, জয়রাম পাশী, রূপজিৎ ভট্টাচার্য্য ও সাংবাদিক মোঃ আব্দুল মোমিন। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য বাবু বারীন্দ্র সরকার, সংগঠনের সদস্য রুহেল আহমদ, জুয়েল মিয়া, নজরুল ইসলাম, জাকারিয়া হোসাইন, সমিরন দেবনাথ, রেবুল মিয়া, কাজল সরকার, কয়েছ আহমদ, বাবু রিপন দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী এবং প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতাউর রহমান, গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপজিৎ ভট্টাচার্য্য।