জকিগঞ্জে নবাগত ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৬:২৩:০৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা মিলনায়তনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো: শফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, দৈনিক মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, জকিগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ রনি, সহ সভাপতি মুনিম আহমদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের মূখ্য সংগঠক রেদ্বওয়ান আহমদ রাফি, সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক আবু বকর মোঃ ফয়সল, সাংবাদিক আহসান হাবীব লায়েক ও সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।