গোয়াইনঘাটে মহিলা খুন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৬:৫২:৫৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বাড়ীর ভিটায় মাটি ফেলায় বাধা দেয়ায় ভাসুর পুত্রদের হাতে খুন হয়েছেন চায়না বেগম (৩৮) নামে এক মহিলা। বুধবার সকাল অনুমান সোয়া ১০টায় পুড়ালমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না বেগম ঐ গ্রামের ইমদাদ উল্লার স্ত্রী।
স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, চায়না বেগমের ভাসুর আয়াত উল্লার ছেলেরা বাড়িতে মাটি ভরাটের সময় চায়না বেগমের ভিটায় মাটি ফেলতে থাকে। এ সময় তাদের বাধা দিতে গেলে ভাসুরপুত্র সুহেল, রশিদ, মাহবুব ও সালেহ আহমদ চায়নাকে ধরে মাটিতে ফেলে চেপে ধরলে চায়না মারা যান। এ সময় চায়নার স্বামী মাঠে কাজে ছিলেন। পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, বাড়ীর ভিটায় মাটি ফেলা নিয়ে ভাসুর পুত্রদের সাথে মারপিট হয়েছে। লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হচ্ছে। এখনও মামালা হয়নি।