জৈন্তায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৭:১২:০৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালামের পরিচালনায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান। উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ, ইউপি সদস্য মনসুর আহমদ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ৪ জানুয়ারী হতে উপজেলার ৬টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এজন্য প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট তারিখে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আইরিশ ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের মাধ্যমে স্মার্ট কার্ড গ্রহণ করার আহবান জানান।