ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৭:১৩:৩১ অপরাহ্ন
গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সিলেটের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
নগরীর লাক্কুতরা ও মালিনীছড়ায় চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানসহ সব আন্দোলনেই ভূমিকা রেখেছে ছাত্রদল। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ছাত্রদল তাদের ঐতিহ্য এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা দল বেঁধে ছিন্নমূল মানুষ এবং চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। আমাদের সংগঠনের মূলমন্ত্রই হলো জনগণের সেবা।
সিলেট জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আব্দুল মালেক, মো মুমিন, আব্দুর রহিম রাহাত, সারোওয়ার কনক, তানভীর হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি