জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৮:৩৭:০৪ অপরাহ্ন
জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ। জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আতিকুর রহমান।
সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা জাপার আহবায়ক শাহ আলম, জেলা যুব সংহতির আহবায়ক হোসেন আহমদ, সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম মোরশেদ খান মেম্বার, সদস্য সচিব এম বরকত আলি, যুগ্ম আহবায়ক হানিফ খান, জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক আবদুল মালিক, আখতার হোসেন, সুমন শাহ, লালাবাজার ইউপি জাপা আহবায়ক নাজির আহমদ, কামাল বাজার ইউপি জাপা আহবায়ক সাদেক আলী, মালাই মিয়া, টিপু সুলতান, ফারুক মিয়া, রাজন মিয়া, মিতুল আহমদ, দিলওয়ার, ফারুক মিয়া প্রমুখ। দোয়া মাহফিলের পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি