মোগলাবাজারে লাকি স্পোর্টস এরিনা ইনডোর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ২:৩৯:৩৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের সামনে এম এ লাকি কমপ্লেক্সে লাকি স্পোর্টস এরিনা ইনডোর উদ্বোধন করা হয় গতকাল ১জানুয়ারি বুধবার দুপুরে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কাপ্তান হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম লাকি কমপ্লেক্সের স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী এম এ লাকি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মুহিব চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর ডঃ ওয়ালী তসর উদ্দিন এমবিই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর রোজ ভিউ হোটেলের স্বত্বাধিকারী মইন উদ্দিন, বিবিসিসিআই ডাইরেক্টর আতাহির খান, বিবিসিসিআই ডাইরেক্টর আব্দুল মোমিন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, পূবালী ব্যাংক স্টেশন রোড শাখার ম্যানেজার নির্মল কান্তি দাস, এডভোকেট রফিক আহমদ, বিশিষ্ট মজাহিদ আলী, চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহমদ রাজু, সায়েখুল ইসলাম, নিজাম উদ্দিন।
এর আগে অতিথিবৃন্দ ফিতা কেঁটে ইনডোরের উদ্বোধন করেন।পরে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।এম এ লাকি এরকম ইনডোর তৈরি করে বর্তমান তরুণ সমাজকে খেলাধুলার সুযোগ করে দেওয়া প্রশংসার দাবি রাখে।