জৈন্তায় প্রশাসনের অভিযানে বালু জব্দ, আটক ৬
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৫:৫৩:৫৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬ জনকে আটক, ১টি ফেলুডার নষ্ট এবং জরিমানা আদায় করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়াঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুলঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাভনী।
অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ ট্রাক বালু জব্দ, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট এবং ৩জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুলঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩ জনকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং অপর ৩ জনকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায়পূর্বক মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।