ছাতকে আল-আকসা ইসলামী ফাউন্ডেশন সংগঠনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৬:০২:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নতুন বাংলাবাজারে ‘আল আকসা ইসলামী ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। জনকল্যাণমুখী কাজ করার লক্ষ্যে গত বুধবার (১ জানুয়ারী) সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
সমাজসেবী নূর মিয়ার সভাপতিত্বে ও এইচ.এম সাইয়িদুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাদিকুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেমে দ্বীন মাওলানা শামসুদ্দিন। সভায় সদস্যদের ভোটে ২০২৫-২৬ এই দুই সেশনের জন্য সংগঠনের নতুন সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক এইচ.এম সাইয়িদুল হক শামীম, অর্থ সম্পাদক শামীম খানকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি ডা: আব্দুল মালেক সেবুল, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আরিফ রায়হান মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মনু, সহ সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সহ অর্থ সম্পাদক আবুল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক সালেহ আহমদ মুরাদ, প্রচার সম্পাদক আল আমিন, সহ প্রচার সম্পাদক লিটন মিয়া, প্রকাশনা সম্পাদক আব্দুল খালিক, ছাত্র কল্যাণ সম্পাদক আকিক মিয়া, সহ ছাত্র কল্যাণ সম্পাদক আক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মনির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক দিলোয়ার হোসেন, সদস্য হয়েছেন ছানফর মিয়া, কয়েছ মজুমদার, আজিজ মিয়ারেজা, রুহেল মিয়া, নূর মিয়া, সাজ্জাদ আলী, চুনু মিয়া, মতিউর রহমান আজাদ, রুবেল মিয়া, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, ময়নুল ইসলাম, ফাহিম আহমদ, খালেদ আহমদ, ইকবাল হোসেন, আজাদ মিয়া ও সিরাজুল ইসলাম। হাফিজ ক্বারি জালাল উদ্দীনের মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি