কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৭:২১:০৫ অপরাহ্ন
সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সিলেট অঞ্চল এর উদ্যোগে বুধবার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেট এর প্রশিক্ষণ হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএই খামার বাড়ী ঢাকার সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ।
ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএই সিলেট এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, ডিএই সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার জালাল উদ্দিন সরকার ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।
কর্মশালায় উপস্থিত ছিলেন ডিএই সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিনিধি ও যন্ত্র ব্যবহারকারী কৃষক।
গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলমের পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষি অফিসার তৌফিক হোসেন খান, গীতা পাঠ করেন মনোরঞ্জন অধিকারী। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক শফিকুল আলম। বিজ্ঞপ্তি