ওসমানীনগরে সমাজসেবা দিবসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৭:২৭:১৫ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) শাহানাজ পারভীন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ওসমানীনগর এর সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান, বুরুঙ্গা শেখ হাফিজ ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুস সালাম, শাহজালাল এতিমখানার কর্মকর্তা আব্দুল আলীম প্রমূখ।