বড়লেখায় জাতীয় সমাজসেবা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৭:৫৯:৪০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আড্ডা ও আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রতিবন্ধী পরিষদের সভাপতি মজনু মিয়া, মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুল জলিল ও সমন্বয়ক ফাহিম শাহরিয়ার প্রমুখ।