সিলেটের বিভিন্ন স্থানে র্যাবের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৯:২২:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-৯। গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এই বছরও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-৯, সিলেট।‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে সিলেট রেলওয়ে স্টেশন ও আশেপাশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে র্যাব।
এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকার পানিছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান, ম্যাকানিছড়া চা বাগান, নোম্যান্স ল্যান্ড, নাহারপুঞ্জি, খাসিয়াপুঞ্জি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
র্যাব-৯ জানায়, ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র্যাব সদা প্রস্তুত।