৫ মাত্রার ভুমিকম্পে কাপঁলো সিলেট
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:২৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নতুন বছরের ৩ দিনের মাতায় ৫ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠলো সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এই ভমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমার বলে জানা গেছে।
সকাল ১১টায় দৈনিক জালালাবাদকে ভুমিকম্পের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। বিস্তারিত এখনো জানা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ৫ মাত্রার ভুমিকম্পে সিলেটে কম্পন অনুভূত হলেও কানো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরীর বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আরুঙ্ক সৃষ্টি ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত বাসা থেকে বেরিয়ে নিচে নেমে আসেন।