জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৫:৫৭:৪৫ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উদযাপন করেছে।
বৃহস্পতিবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদের নেতৃত্বে এক র্যালি জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজিবি ক্যাম্প চত্বরে গিয়ে শেষ হয়।র্যালিতে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান আল-আমীন, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাইমুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক দেওয়ান আরিয়ান মেহেদী, পূর্ব জুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকারিয়া নিশাত, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এহসানুল আম্বিয়া সোহান, সাধারণ সম্পাদক আজিজ খান, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানবীর খান, ফুলতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাফি চৌধুরী, জুড়ী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রিমন, কলেজ ছাত্রদলের সদস্য জুয়েল আহমদ, তায়েফ আহমদ সাকিব, ইমরান হোসেন, সাহান আহমদ সালমান প্রমুখ।