বড়লেখায় খেলাফত মজলিসে যোগদান করায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৬:০০:০৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দা কাতার বিএনপির সাবেক নেতা মাওলানা লোকমান আহমদ ইসলামী খেলাফত মজলিসে যোগদান করায় বৃহস্পতিবার বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কাশেম।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চলনায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাওলানা লোকমান আহমদ।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী খেলাফত মজলিস নেতা শামীম আহমদ ও মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা ইসলামী খেলাফত মজলিসের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ, মাওলানা সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা মাহবুব হোসাইন, মাওলানা কলিমুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মুহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি জাকারিয়া হোসাইন জাকির ও মাওলানা মাহফুজুল ইসলাম প্রমুখ।