জুড়ী বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৬:০৮:৩৮ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউসসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। জুড়ী উপজেলা বিএনপির কমিটিতে ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলকে আহ্বায়ক, মাছুম রেজাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মতিউর রহমান চুনু ও হেলাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরবর্তিতে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হবে।