শ্রমিক কল্যাণ ট্রেড ইউনিয়ন থানা-৩ এর শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৬:১১:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন ট্রেড ইউনিয়ন থানা-৩ এর উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার রাতে নগরীর শেখঘাট এলাকায় মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
চারকয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হোসেন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণের সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি মোঃ সোহেল আহমদ হাওলাদার, শ্রমিক নেতা জাকির হোসেন, নবাব মিয়া ও ফজল গনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ দিলশাদ মিয়া বলেন, দেশে তাপমাত্রা কমছে, দুর্ভোগ বাড়ছে অসহায় হতদরিদ্র মানুষের। মানবতার আহ্বানে সাড়া দিয়ে সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। বিজ্ঞপ্তি