নাগরিক ফোরাম ৭নং ওয়ার্ডের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:২২:৩১ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা বাজার সংলগ্ন এলাকায় এক অনাড়ম্বর আলোচনা সভার মাধ্যমে নাগরিক ফোরাম ৭নং ওয়ার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ইউকে প্রবাসী আবদুল্লাহ আল সুবায়েল, সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক, আবদুল্লাহ আল জোবায়ের, মহি আল দীন ও জুনাইদ আহমদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কাজী মিজান।
নাগরিক ফোরামের আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি নাগরিক ফোরাম ৭ নং ওয়ার্ডের উপদেষ্টা শহীদ আহমেদ চৌধুরী সাজু। সভাপতি হিসেবে সাজিদ আহমেদ চৌধুরী রানা, সেক্রেটারি কাজী মিজান, সাংগঠনিক সম্পাদক রাকেল আহমেদ এবং অর্থ সম্পাদক হিসেবে আলামিনের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুল আলম মফিক, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, দেলোয়ার হোসেন, সৈয়দ জাকির, এডভোকেট নুরুল ইসলাম, মাস্টার আবুল কালাম, আনোয়ার হোসেন পাঠান, সাঈদ আব্দুল্লাহ, সৈয়দ রিপন, আবু জাফের রাসেল, আব্দুল ওয়াহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা মুখ্য সংগঠক নাইম সেহজাদ। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল রউফ। বিজ্ঞপ্তি